আন্তর্জাতিক

৬ ঘণ্টা চেষ্টার পরেও গ্রেপ্তার করা যায়নি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে

প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পরেও দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেপ্তার করতে পারেনি দেশটির পুলিশ। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস (পিএসএস) বাধা দেওয়ায় এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে সিউলে ইউনের বাসভবনের বাইরে রাস্তায় কয়েক ডজন পুলিশ ভ্যান সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সকাল ৮টার দিকে পুলিশ কর্মকর্তা ও সিআইও সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল প্রেসিডেন্টের বাসভবনের দিকে অগ্রসর হয়। ২০ সদস্যের একটি দল নিয়ে অভিযান শুরু হলেও দ্রুতই তা বেড়ে ১৫০ জনে দাঁড়ায়।

প্রেপ্তারের সম্ভাব্যতার খবর পেয়ে ইউনপন্থী বিপুল সংখ্যক সমর্থক সূর্যোদয়ের আগে তার বাসভবনের বাইরে জড়ো হয়। পরে প্রেসিডেন্ট ভবনের ভেতরে পিএসএস মানব প্রাচীর তৈরি করে।

জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে তিনটি সমন উপেক্ষা করেছেন ইউন। এরপরে পুলিশ চলতি সপ্তাহের শুরুতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার চেষ্টা করছিল।

৩ ডিসেম্বর দেশে সামরিক আইন জারি করেছিলেন দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউন। এই সিদ্ধান্তের জন্য অভিশংসিত করে তাকে ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করে দেশটির এক আদালত।