খেলাধুলা

পাকিস্তানের একাদশে নেই নাসিম, ইতিহাস গড়ে মাফাকার অভিষেক

কেপ টাউনে দ্বিতীয় টেস্টে আজ শুক্রবার (০৩ জানুয়ারি, ২০২৫) বিকেলে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। এই টেস্টে পাকিস্তান দলের একাদশে নেই নাসিম শাহ। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন বাহাতি পেসার মীর হামজা।

এদিকে দক্ষিণ আফ্রিকা দলে অভিষেক হয়েছে কিশোর ক্রিকেটার কিউনা মাফাকার। মাত্র ১৮ বছর ২৭০ দিন বয়সে দক্ষিণ আফ্রিকা দলে তার টেস্ট অভিষেক হলো। এর মধ্য দিয়ে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে প্রোটিয়া দলে অভিষেক হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তার আগে এতো অল্প বয়সে আর কোনো দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের অভিষেক হয়নি। মাফাকার আগে ১৯৯৫ সালে পল অ্যাডামসের অভিষেক হয়েছিল ১৮ বছর ৩৪০ দিন বয়সে।

অবশ্য শুধু মাফাকা নয়, আরও তিনটি পরিবর্তন এনে মাঠে নেমেছে স্বাগতিকরা। মাফাকা সুযোগ পাওয়ায় বেঞ্চে বসতে হয়েছে আগের ম্যাচে ফাইফার নেওয়া ড্যান প্যাটারসনকে। আগের ম্যাচে অভিষেক হওয়া করবিন বোশও সুযোগ পাননি এই টেস্টে। ইনজুরি থেকে সেরে ওঠায় স্পিনার কেশভ মহারাজ এসেছেন বোশের জায়গায়। অন্যদিকে উদ্বোধনী ব্যাটসম্যান টনি ডি জর্জি ইনজুরিতে পড়ায় দলে নেওয়া হয়েছে উইয়ান মুল্ডারকে।

দক্ষিণ আফ্রিকা টানা ছয়টি টেস্ট জিতে ইতোমধ্যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে পাকিস্তান তাদের সবশেষ ৯ টেস্টের মাত্র দুটিতে জিতেছে।