টাঙ্গাইলে চাঁদাবাজি মামলায় নাইম আদনান (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল রাতে শহরের দেওলা নিঝুম ছাত্রাবাস থেকে তাকে নাইমকে করা হয়। তিনি ওই এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিলেটের কুলবাখানী এলাকার মৃত এম এ নূরের ছেলে তারেক আহমেদ দেশের বিভিন্ন এলাকায় মনিপুরি, তাঁতশিল্প ও জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশন নামে বাণিজ্য মেলা করে থাকেন। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল কালেক্টরেট মাঠে মেলা করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দিলে তারেক ও ডেকোরেটর ম্যানেজার ফরহাদ হোসেন গত ২৯ ডিসেম্বর টাঙ্গাইলে আসেন। দেওলা এলাকায় অবস্থানকালে শহরের হাজরাঘাট এলাকার জাহিদ, ইমরান, নাইম আদনান, বিপ্লব ও জামাল হোসেনসহ অজ্ঞাত আরো কয়েক জন তাদের নিঝুঁম ছাত্রাবাসে নিয়ে যান।
এ সময় মুক্তিপণের জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিসহ মারধর করা হয়। পরে কয়েক দফায় তাদের পাঁচ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেন ভুক্তভোগীরা। ৩০ ডিসেম্বর রাতে তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে তারেক ও ফরহাদ হোসেনকে ছেড়ে দেন অভিযুক্তরা। এ ঘটনায় তারেক আহমেদ বাদী হয়ে থানায় মামলা করেন।
টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রামকৃষ্ণ দাস বলেন, ‘‘চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার নাইম আদনানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’