১২ বলে ওভার করে প্রথম ম্যাচেই আলোচনায় আসেন খুলনা টাইগার্সের বোলার থমাস। দ্বিতীয় ম্যাচেই একাদশ থেকে বাদ পড়েছেন ক্যারিবিয়ান এই পেসার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকায় প্রথম পর্বের শেষ দিনে মুখোমুখি ঢাকা ক্যাপিটালস-খুলনা টাইগার্স। একের অধিক ম্যাচ খেলা দল হিসেবে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ঢাকা।
শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলায় টস জিতে মেহেদী হাসান মিরাজের খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। সন্ধ্যা ৭টায় খেলাটি শুরু হয়েছে।
দুই দলই মাঠে নেমেছে এক পরিবর্তন নিয়ে। এক বিদেশি কম নিয়ে মাঠে নেমেছে খুলনা। ওশান থমাসের পরিবর্তে খুলনার একাদশে সুযোগ পেয়েছেন জিয়াউর রহমান। এদিকে ঢাকা মুকিদুল ইসলাম মুগ্ধর পরিবর্তে আস্থা রেখেছে আবু জায়েদ রাহীর উপর।
চিটাগং কিংসের বিপক্ষে ১২ বলে ওভার করে আলোচনায় আসেন ওশান থমাস। ১ বলে দিয়েছিলেন ১৫ রান। দলটির কোচ তালহা জুবায়ের জানিয়েছিলেন, তার বোলিংয়ে ভিডিও দেখবেন। এর মধ্যেই এক বিদেশি কম খেলিয়ে থমাসকে বাদ দেয় খুলনা।
প্রথম ম্যাচের পর থমাসের ১২ বলের ওভার নিয়ে খুলনার কোচ তালহা জুবায়ের বলেছিলেন, “আমি কখনও দেখি নাই এক বলে ১৫ রান, নো বল। ওশানে থমাসের গঠনটাও দেখবেন খুবই বাল্কি (মোটা), লম্বা-চওড়া। সো ওকে আসলে- এই ধরনের প্লেয়ার যারা থাকে তারা এ রকম থাকে এবং ওশানে থমাসের ফিটনেসে একটু ঘাটতি আছে আমার কাছে মনে হয় অ্যাজ এ ফাস্ট বোলার।”
তার বোলিংয়ের ভিডিও দেখার কথাও জানিয়েছিলেন তালহা, “সত্যিকার অর্থে প্রথম বলে যখন উইকেট পড়ে গেছে, তারপর যখন হঠাৎ করে দেখলাম নো বল এবং ওইটা নিয়ে আমার একটু ডাউট আছে কারণ ওটার কোনো রিপ্লে আমরা দেখতে পাইনি যে বলটা আসলেই নো বল ছিল কি না। সো ওইটার রিপ্লে তারা দেখায়নি, ওইটার রিপ্লে আমি দেখতে চাইব যে বলটার ভিডিও আমি চাই।”
রংপুর রাইডার্সের কাছে বড় ব্যবধানে হার দিয়ে ঢাকার বিপিএল শুরু হয়। দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষেও পেতে হয় হারের তিক্ত স্বাদ। এদিকে চিটাগং কিংসকে ৩৭ রানে হারিয়ে জয় দিয়ে বিপিএল শুরু করেছিল খুলনা।
ঢাকা ক্যাপিটালস একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, স্টিফেন ইসকিনাজি, শাহাদাৎ হোসেন দীপু, মুস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), সুভম রঞ্জনি, চতুরঙ্গা ডি সিলভা, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু ও আলাউদ্দিন বাবু।
খুলনা টাইগার্সের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মাহিদুল ইসলাম, আবু হায়দার, হাসান মাহমুদ, মোহাম্মদ নাওয়াজ, জিয়াউর রহমান, ইব্রাহিম জাদরান ও উইলিয়াম বোসিসটো।