খেলাধুলা

১১.৫৬ শতাংশ বাড়ল অস্ট্রেলিয়ান ওপেনের প্রাইজমানি

আগামী সপ্তাহে কোর্টে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে আজ শুক্রবার (০৩ জানুয়ারি, ২০২৫) জানা গেল বছরের প্রথম গ্র্যান্ডস্লামের প্রাইজমানি বৃদ্ধি পেয়েছে ১১.৫৬ শতাংশ। ২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনের মোট প্রাইজমানির পরিমাণ তাতে বেড়ে হয়েছে ৯৬.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

এবারের আসরের পুরুষ ও নারী এককের প্রথম রাউন্ড থেকে যারা বিদায় নিবে তারা প্রত্যেকে পাবে ১ লাখ ৩২ হাজার ডলার করে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়া প্রত্যেকে পাবে ২ লাখ ডলার। তৃতীয় রাউন্ড থেকে যারা বাদ পড়বে তারা পাবে ২ লাখ ৯০ হাজার ডলার। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রত্যেক টেনিস তারকা পাবেন ৪ লাখ ২০ হাজার ডলার। আর কোয়ার্টার ফাইনালে হার মানা চারজন পাবেন ৬ লাখ ৬৫ হাজার ডলার করে।

সেমিফাইনাল থেকে যে দুইজন বিদায় নিবেন তারা প্রত্যেকে পাবেন ১১ লাখ ডলার করে। ফাইনালে যিনি রানার-আপ হবেন তিনি পাবেন ১৯ লাখ ডলার। আর ২০২৫ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী টেনিস তারকা পাবেন ৩৫ লাখ ডলার। 

এই প্রাইজমানি নারী ও পুরুষ উভয় বিভাগের জন্য সমানভাবে প্রযোজ্য হবে।

এদিকে নারী ও পুরুষদের দ্বৈত ইভেন্টে যারা প্রথম রাউন্ডে বাদ পড়বে তারা প্রত্যেকে ৪০ হাজার ডলার করে পাবে। শেষ ৩২ থেকে বাদ পড়া প্রত্যেকে পাবে ৫৮ হাজার ডলার করে। আর শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রত্যেকে পাবে ৮২ হাজার ডলার করে। কোয়ার্টার ফাইনালে হার মানা প্রতিযোগীরা পাবেন ১ লাখ ৪২ হাজার ডলার করে। সেমিফাইনাল থেকে যারা বিদায় নিবেন তারা পাবেন ২ লাখ ৫০ হাজার ডলার করে। রানার্স-আপ যারা হবেন তারা পাবেন ৪ লাখ ৪০ হাজার ডলার। আর চ্যাম্পিয়নরা পাবেন ৮ লাখ ১০ হাজার ডলার।

মিশ্র দ্বৈতের প্রথম রাউন্ডে বাদ পড়ার ক্ষেত্রে পাবে ৭ হাজার ২৫০ ডলার। শেষ ষোলোতে বাদ পড়লে পাবে ১৪ হাজার ডলার। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলে পাবে ২৭ হাজার ৭৫০ ডলার। সেমিফাইনাল থেকে যারা বিদায় নিবে তারা পাবে ৫২ হাজার ৫০০ ডলার। রানার্স-আপরা পাবেন ৯৭ হাজার ৭৫০ ডলার। আর চ্যাম্পিয়নরা পাবে ১ লাখ ৭৫ হাজার ডলার।

আগামী ১২ জানুয়ারি মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। ২৬ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট।