মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে গলা কেটে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে মেহেরপুর র্যাব কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল ইসলাম (৩৬), মফিকুল ইসলাম (৩৯) ও মো. আলমগীর হোসেন (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
এর আগে, গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা ইছাখালির মাঠ থেকে গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এসব তথ্য নিশ্চিত করেছেন।