ঢাকা ওয়াসা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নতুন নীতিমালা চালু করেছে। এখন থেকে কোনো বহিরাগতরা পাস ছাড়া ঢাকা ওয়াসার ভবনে প্রবেশ করতে পারবেন না।
শুক্রবার (৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে ওয়াসা কর্তৃপক্ষ।
ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান এক অফিস আদেশে জানান, নিরাপত্তা কার্যক্রম জোরদার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
যেসব পদক্ষেপ নিয়েছে তারমধ্যে রয়েছে— পাস ছাড়া কোনো বহিরাগত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ। ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক। ভিজিটরদের অস্থায়ী আইডি কার্ড সংগ্রহ করতে হবে এবং তা দৃশ্যমান রাখতে হবে। আধুনিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা চালু করা। এবং ওয়াসার সব স্থাপনার নিরাপত্তা কার্যক্রম দিনরাত মনিটরিংয়ের মাধ্যমে জোরদার করা।
এই উদ্যোগগুলো কার্যকর হলে ঢাকা ওয়াসার ভবন এবং বিভিন্ন স্থাপনায় নিরাপত্তার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।