সারা বাংলা

ফরিদপুর শহর শাখার ছাত্রশিবিরের সভাপতি আকমাল, সেক্রেটারি তাসনীম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি নির্বাচন ও শাখা সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আকমাল হোসাইন। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন তাসনীম আলম।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মিলনায়তনে ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ও কার্যকরী পরিষদের সদস্যরা।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আকমাল হোসাইন এর নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। 

পরে সদস্যদের পরামর্শে নবনির্বাচিত সভাপতি আকমাল হোসাইন শাখা সেক্রেটারি হিসেবে তাসনীম আলমকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন। 

সমাপনী সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আযাদ ও কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক নাঈম তাজওয়ার। পরিশেষে, নবনির্বাচিত শাখা সভাপতি আকমাল হোসাইন দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন। 

উল্লেখ্য, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশের পর ১ম ধাপে ফরিদপুর শহরসহ বেশ কয়েকটি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।