চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকায় ২ দশমিক ১৭ একর জায়গাজুড়ে অবস্থিত জাতিসংঘ পার্ক-এর নাম পরিবর্তন করা হয়েছে। পার্কটির নতুন নামকরণ করা হয়েছে ‘জুলাই স্মৃতি উদ্যান’।
আধুনিকায়ন শেষে শুক্রবার (৩ জানুয়ারি) এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
আরো পড়ুন: চট্টগ্রামে এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন, টোল আদায় কার্যক্রম শুরু
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “জুলাই-আগস্টের শহীদ ওয়াসিম আকরামের স্মরণে তার নামে চট্টগ্রামে একটা উড়াল সেতু উদ্বোধন হয়েছে। জুলাই-আগস্টের শহীদদের স্মরণে পাঁচলাইশের জাতিসংঘ পার্কটি জুলাই স্মৃতি উদ্যান হিসেবে নামকরণ করা হয়েছে।”
চট্টগ্রাম নগরীর কেন্দ্রে ৬৯ একর আয়তনের পাঁচলাইশ আবাসিক এলাকা। এই এলাকায় ১৯৫৪ সালে আবাসিক এলাকা এবং পার্ক প্রতিষ্ঠিত হয়। উদ্যানের নাম শুরুতে ছিল ‘পাঁচলাইশ পার্ক’।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০০২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রস্তাবে এই পার্কের নাম দেওয়া হয়েছিল ‘জাতিসংঘ পার্ক’। সেই থেকে পার্কটি এই নামেই পরিচিত ছিল। ৫৯ বছর আগে স্থাপিত এই পার্কটি ২ দশমিক ১৭ একর জায়গাজুড়ে অবস্থিত। সংস্কারের অভাবে দীর্ঘদিন পার্কটি পরিত্যক্ত ছিল। পরবর্তীতে ২০২৩ সালের জানুয়ারিতে এটির সংস্কার কাজ শুরু হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে পার্কের সংস্কার কাজ শেষ হয়।
গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পার্কটিতে এখনো পরিপূর্ণ জনবল নিয়োগ দেওয়া যায়নি। পার্কটি প্রতিদিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত খোলা রাখা হবে।