ক্যাম্পাস

ঢাবির চারুকলায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ ‌শিক্ষাবর্ষে আন্ডারগ্ৰ্যাজুয়েট প্রোগ্ৰামের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষদটির ভর্তি পরীক্ষা। তিনটি ইউনিটের পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলেও চারুকলা অনুষদের পরীক্ষাটি শুধু চাবি ক্যাম্পাসেই নেওয়া হয়।

এ বছর চারুকলা ইউনিটের ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬ হাজার ৯৩ জন ভর্তিচ্ছু। আসন প্রতি লড়েছেন প্রায় ৪৭ জন।

সকাল সাড়ে ১১টায় চারুকলা অনুষদের ডিন অফিস সংলগ্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রয়েছে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায় পরিক্ষার কেন্দ্রের সামনে। ঢাবি ব্যতীত অন্য কোন বিভাগের চারুকলা অনুষদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা না থাকায় সারা দেশের শিক্ষার্থীদের ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে হয়েছে।

সাকিব হাসান নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, “আমার বাসা অনেক দূরে হ‌ওয়ায় গতকাল‌ ঢাকায় এসেছি। এখানে এক আত্মীয়ের বাসায় ছিলাম। অন্যান্য ইউনিটের মতো যদি আট বিভাগেই পরিক্ষা দেওয়ার সুযোগ থাকতো, তাহলে আরও ভালো হতো।” 

চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছিল।