শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে সদ্যপ্রয়াত চিত্রনায়িকা অঞ্জনার বন্ধুত্ব অনেক পুরনো। অনেক বার দুজনের বন্ধুত্বের গল্প গণমাধ্যমে উঠে এসেছে। সর্বশেষ সাবিনা ইয়াসমিন যখন অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন, তখন বন্ধুর উদ্দেশে অঞ্জনা লিখেছিলেন খোলা চিঠি! গত বছর লেখা সেই খোলা চিঠিতে অঞ্জনা সাবিনা ইয়াসমিনকে ‘প্রাণের বান্ধবী’ সম্বোধন করেছিলেন।
শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন অঞ্জনা। প্রিয় বান্ধবীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন সাবিনা ইয়াসমিন। শনিবার দুপুরে চ্যানেল আই চত্বরে অঞ্জনাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখোনে বান্ধবীকে শেষ বিদায় জানাতে এসেছিলেন বাংলার এই কোকিলকণ্ঠী।
এ সময় অঞ্জনা সম্পর্কে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘‘আমরা অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলাম। অঞ্জনা যে এতো তাড়াতাড়ি এভাবে আমাদের ছেড়ে চলে যাবে বুঝতে পারিনি। কখনো কোনোদিন তাকে অসুস্থ দেখিনি, শরীর খারাপ দেখিনি, ওষুধ খেতে দেখিনি। হঠাৎ করে কী হলো, কিছুই বুঝতে পারছি না।”
এ সময় স্মৃতিচারণ করে সাবিনা বলেন, “আমরা অনেক ছোটবেলা থেকেই বান্ধবী। আমাদের বয়স যখন ৬-৭ বছর, তখন থেকেই আমরা একে অপরকে চিনি, জানি। একই ওস্তাদের কাছে আমরা ক্লাসিক্যাল শিখতাম; অঞ্জনা শুরুতে গান শিখতো। পরে নৃত্যকে সে বেছে নেয়। শিশু নৃত্যশিল্পী হিসেবে সে বিভিন্ন অনুষ্ঠানে যেত, আমি যেতাম গান করতে। সেই থেকে আমাদের বন্ধুত্ব শুরু।”
“একসঙ্গে অনেক সিনেমায় গান করেছি আমরা। অনুষ্ঠানেও যেতাম একসঙ্গে। দেশে-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমরা সবার থেকে আলাদা হয়ে যেতাম। একসঙ্গে একই রুমে থাকতাম, একসঙ্গে ঘোরাফেরা করতাম। একদম অভিন্ন হৃদয় ছিল আমাদের।’’ যোগ করেন বাংলার কিংবদন্তি এই শিল্পী।