বিনোদন

অঞ্জনার মৃত্যুতে বাচসাস’র শ্রদ্ধা নিবেদন 

জীবনের সন্ধিক্ষণে মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী অঞ্জনা রহমান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

এক শোক বার্তায় বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, “অঞ্জনার মৃত্যুতে চলচ্চিত্রে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। অভিনেত্রী অঞ্জনা শুধু আমাদের সজন নন, অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দেশ তথা দেশের মানুষকে ঋণী করে রেখেছেন।’’

এ সময় বাচসাসের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, নির্বাহী সদস্য শাকিল হোসেন, সাজু আহমেদ, হাফিজ রহমান, মহিব আল হাসানসহ বাচসাস সদস্য আহমেদ তেপান্তর, আবুল কালাম, রঞ্জু সরকার, আসিফ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯৭৬ সালে বাবুল চৌধুরীর ‘সেতু’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় জীবনে পথচলা শুরু করেন অঞ্জনা। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। রহস্যভিত্তিক এই সিনেমাতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।

উল্লেখ্য অঞ্জনা ‘পরিণীতা’, ‘মোহনা’ ও ‘রাম রহিম জন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনবার বাচসাস পুরস্কার লাভ করেন।”