সারা বাংলা

আজহারির মাহফিলে হারিয়েছেন স্বর্ণ-মোবাইল, থানায় ৩০০ জিডি

যশোরে আলেম ও ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে যাওয়া অসংখ্যা মানুষের মোবাইল ফোন ও স্বর্ণলংকার খোয়া গেছে। ঘটনার পর থেকে যশোর কোতয়ালী মডেল থানায় ভুক্তভোগীরা সাধারণ ডায়েরি (জিডি) করতে রীতিমতো লাইন ধরেছেন। শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৩০০ জিডি হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোর শহরতলী পুলেটহাটস্থ আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আদ-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিল শুক্রবার। এদিন রাতে বক্তব্য রাখেন আলেম ও ইসলামী বক্তা মিজানুর রহমান আজাহারি। তার আসার খবরে শুক্রবার সকালে থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হতে শুরু করে আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের মাঠে। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কেও শিশু, নারী, পুরুষের ঢল নামে। সড়কে যানজট দেখা দেয়। এজন্য অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায়। সন্ধ্যায় আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য রাখেন।

রাত সাড়ে ১১টার পর মাহফিল শেষ হলে মোবাইল, স্বর্ণলংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার খবর চাউর হতে থাকে। হারিয়ে যাওয়া জিনিসপত্র ফেরত পাওয়ার আশায় ক্ষতিগ্রস্তরা স্মরণাপন্ন হন থানায়।

যশোর কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার বলেন, “শুক্রবার গভীর রাত থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত স্বর্ণলংকার ও মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় ৩০০ জিডি হয়েছে।”

তিনি আরো বলেন, “গতকাল রাত থেকেই অসংখ্যা মানুষ মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় জিডি করতে আসেন। তাৎক্ষণিক যারা মোবাইলের ডকুমেন্ট দেখাতে পেরেছেন তারা জিডি করতে পেরেছেন। আজ শনিবার সকাল থেকে রীতিমতো ভিড় লেগেছে। জিডির সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছি।”