যশোরের মনিরামপুরে ধান সিদ্ধ করার চুলার আগুনে দগ্ধ হয়ে রাজন নামে সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাঁপা ইউনিয়নের দোদাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া রাজন একই গ্রামের মিলন হোসেনের ছেলে।
রাজনের মা পারভীন জানান, বাড়ির উঠানে বড় বড় চুলায় তারা ধান সিদ্ধ করছিলেন। কিছু দূরে রাজন খেলা করছিল। এসময় একটি চুলার মধ্যে পড়ে আগুনে দগ্ধ হয় রাজন। পরে পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর ১টার দিকে সে মারা যায়।
যশোর কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার নিলুফার ইয়াসিন বলেন, রাজনের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।