আন্তর্জাতিক

নির্বাচনে পরাজয়ের পর টয়লেটের কমোড খুলে নিয়ে গেছেন কাউন্সিলর

নির্বাচনে পরাজয়ের পর ব্রাজিলের এক সিটি কাউন্সিলর তার দপ্তরে থাকা টয়লেটের কমোড এবং দুটি সিঙ্ক নিয়ে গিয়েছিলেন। শনিবার সেই কমোড ফেরত দিয়েছেন তিনি। খবর বিবিসি।

সাও পাওলো কাউন্সিলর হিসাবে মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে জনাইনা লিমার কর্মচারীরা তার অফিসের টয়লেটের কমোট এবং দুটি সিঙ্ক খুলে নিয়ে যায়। তাদের এই কর্মকাণ্ডের দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ে।

লিমা দাবি করেছেন, আট বছর আগে তিনি যখন কাউন্সিলর নির্বাচন হন তখন তিনি নিজের পয়সায় এগুলো স্থাপন করেছিলেন। তাই এটি কাউন্সিলের সম্পত্তি নয়। তিনি আইনি বিভাগের নির্দেশিকা অনুসরণ করেছেন। সেখানে বলা হয়েছে ব্যক্তিগতভাবে ইনস্টল করা জিনিসপত্র কাউন্সিল থেকে সরানো উচিত।

নতুন কাউন্সিলর ব্রাজিলিয়ান লেবার পার্টির অ্যাড্রিলেস জর্জ সোমবার দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন, “আমি অফিসে গিয়েছিলাম এবং ভেবেছিলাম দপ্তরটি অনেক সুন্দর। কিন্তু তিনি সবকিছু বের করে নিয়েছিলেন। এমনকি টয়লেট ও সিঙ্কটি বের করে নেওয়া হয়েছে।”

সরঞ্জামগুলো ফেরত দেওয়ার পরে এক্স-এ এক বিবৃতিতে তিনি বলেছেন, “আমি আমার নিজস্ব অর্থে কেনা সরঞ্জামগুলো চেম্বারে দান করার সিদ্ধান্ত নিয়েছি। অবশ্যই, আমি বা আমার উপদেষ্টাদের টয়লেটের প্রয়োজন নেই।”