প্রবাস

মালদ্বীপে লাগানো হবে তিন শতাধিক বাংলাদেশি গাছ

নতুন বছরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মালদ্বীপে লাগানো হবে বিভিন্ন প্রজাতির প্রায় তিন শতাধিক বাংলাদেশি গাছ। রাজধানী মালের সিটি কাউন্সিলকে গাছগুলো উপহার দিয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ (এমআইসি)।

সম্প্রতি মালে সিটি কাউন্সিলে এক অনুষ্ঠানে মেয়র আদম আজিমের কাছে গাছগুলো তুলে দেন বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শিক্ষা উদ্দোক্তা আহমেদ মোত্তাকি। 

উপহারের গাছগুলোর মধ্যে ৬০টি টার্মিনালিয়া, ৪০টি ডেনোলিক্স রেজিয়া প্ল্যান্ট এবং বাকি ২০০টি স্প্যানিশ চেরিগাছ।

গাছগুলোর ব্যাপারে তিনি বলেন, ‘‘লেস’স গ্রিন ইট’ নামে একটি বৃক্ষরোপণ কর্মসূচির জন্য এমআই কলেজের পক্ষ থেকে মালে সিটি কাউন্সিলকে গাছগুলো উপহার দেওয়া হয়েছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘গাছগুলোর বীজ আমরা বাংলাদেশ থেকে এনেছি। এরপর আদ্দু শহরে এমআই কলেজের নার্সারিতে চারা করা হয়। সেই চারাগাছ এখন বিভিন্ন জায়গায় বিতরণ করা হচ্ছে।’’

দক্ষিণ এশিয়ার এই দ্বীপদেশটিতে ২০২২ সালে প্রাতিষ্ঠানিকভাবে প্রথম কৃষি কার্যক্রম চালু করে এমআই কলেজ। কলেজটির স্কুল অফ এগ্রিকালচারে প্রাথমিকভাবে বাগান তৈরির কোর্স পড়ানো হচ্ছে।