সারা বাংলা

ভাইয়ের লাঠির আঘাতে ভাই নিহত

বান্দরবানের আলীকদম উপজেলায় গরুর বাছুর নিয়ে মারামারি চলাকালে সৎ ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুরুল আবছার মামুন (২২) নিহত হয়েছেন। 

শনিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নে ঘটনাটি ঘটে। 

নিহত মামুন একই এলাকার মৃত আনোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রীর ছেলে।  

এলাকাবাসী জানান, আজ সকালে আনোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী একটি গরুর বাছুর তার সৎ ছেলে আবু মুছাকে দিতে যান। এতে আপত্তি জানায় মামুন। এসময় সৎ ভাই আবু মুছার সঙ্গে মামুনের ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এসময় আবু মুছা ছোট ভাই মামুনের কানে কামড় দেন। ফলে মামুনের কান ছিঁড়ে যায়। পরে আবু মুছার লাঠির আঘাতে মামুন গুরুতর আহত হন। মামুনকে আলীকদম সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মামুনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। কক্সবাজার নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, “গরুর বাছুর নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। হাতাহাতির এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। সৎ বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই গুরুতর আহত হন। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাইয়ের মৃত্যু হয়।”

আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন জানান, ‍দুই ভাইয়ের মারামারি ঘটনায় ছোট ভাই নিহত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে এসআই হারুনের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। 

এ বিষয়ে জানতে এসআই হারুনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।