বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহতভাবে অপপ্রচার চালানোর অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
শনিবার (৪ জানুয়ারি) রাত ৮বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় টিএসসিতে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘তুমি কে আমি কে, বাংলাদেশী বাংলাদেশী’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গুজব লীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে ঢাবি ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, “গুজব লীগ অপপ্রচার করে এ দেশে টিকতে পারেনি। ময়ূখ রঞ্জন ঘোষের সাথীদের বলতে চাই, আপনারাও আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মন থেকে মুছে দিতে পারবেন না।”
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “যেসব মুনাফিক সংগঠন, গোপন সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে মিথ্যা অপপ্রচারে লিপ্ত, তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আর কোন অপপ্রচার যদি আপনারা চালান, তাহলে কিন্তু ভালো হবে না। ছাত্রদল কারও রক্তচক্ষুকে ভয় পায় না।”
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে দীর্ঘ লড়াই-সংগ্রামে অবতীর্ণ ছিল। তেমনিভাবে আগামীতেও শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণ, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় রাজপথে লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে।”
সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “আমাদের ভালো কাজগুলোকে সহ্য করতে না পেরে নামে-বেনামে অনেক গুজব বাহিনী, বট বাহিনী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা ছাত্রদলের জনপ্রিয়তাকে কমাতে পারেনি। আমাদের বিরুদ্ধে বলা হয়েছিল, আমরা নাকি উপাচার্য স্যারকে হেনস্থা করেছি। কিন্তু আজ প্রক্টর স্যার নিশ্চিত করেছেন যে, কোন হেনস্থার ঘটনা সেখানে ঘটেনি।”
ঢাবি উপাচার্য ও প্রক্টরকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা মব ক্রিয়েট বন্ধ করুন। কিন্তু আমরা যদি জানতে পারি, আপনারাই মব সৃষ্টির পেছনে রয়েছেন, তাহলে ঢাবি ছাত্রদলের সভাপতি হিসেবে আমি আপনাদের হুশিয়ারি দিয়ে গেলাম।”
গণেশ বলেন, “৭১ এর পরাজিত শক্তিম ২৪ এর পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব কুচক্রি মহলকে প্রতিহত করতে হবে। আজ গণঅধিকার পরিষদের ফারুকের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি ও ফারুকের সুস্বাস্থ্য কামনা করছি।”