ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ২৪ রান দূরে ছিলেন রায়ান রিকেলটন। সেটি পূরণ করে ক্যারিয়ারের দশম টেস্টে এসে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান এই প্রোটিয়া ব্যাটার। সঙ্গে কাইল ভ্যারেইনার সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। তাতে চাপে পড়ে পাকিস্তান।
কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন (শনিবার) ৬১৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ৬৪ রানে পাকিস্তান ৩ উইকেট হারিয়ে ফেলে। বাবর আজম ৩১ ও মোহাম্মদ রিজওয়ান ৯ রানে অপরাজিত আছেন।
সান মাসুদ ২, কামরান ঘুলাম ১৩ ও সাউদ শাকিল শূন্য রানে মাঠ ছাড়েন। এরপর হাল ধরেন বাবর-রিজওয়ান। কাগিসো রাবাদা নেন ২ উইকেট।
এর আগে ৪ উইকেট ৩১৬ রানে দিন শুরু করে প্রোটিয়ারা। ২৪টি চার ও ১টি ছয়ের মারে দুইশ স্পর্শ করেন রিকেলটন। ৩৪৩ বলে ২৫৯ রানে আউট হন তিনি। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস।
ভ্যারেইনার সঙ্গে জুটি গড়ে এগোতে থাকেন রিকেলটন। দুজনের জুটিতে আসে ১৪৮ রান। তাতে সেঞ্চুরি তুলে নেন ভ্যারেইনা। ১৭৯ বলে ১০৬ রান করেন তিনি। আগের দিন সেঞ্চুরি হাঁকান টেম্বা বাভুমা। এ ছাড়া মার্কো জানসেন ৬২ ও কেশব মহারাজ ৪০ রান করেন।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নেন মোহাম্মদ আব্বাস-সালমান আঘা। ২ উইকেট করে নেন মীর হামজা-খুরাম সাজ্জাদ।