সদ্য প্রয়াত চিত্রনায়িকা অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে। তিনি বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। কিন্তু অঞ্জনা অভিনীত ‘দস্যু বনহুর’ সিনেমাটি প্রথম মুক্তি পায়। এই সিনেমাতে অঞ্জনার বিপরীতে নায়ক ছিলেন সোহেল রানা। দস্যু বনহুর সিনেমার শুটিং দেখতে গিয়ে সরাসরি নায়িকা দেখার সুযোগ পেয়েছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তখন তিনি শিক্ষার্থী। সেই সময় সরাসরি অঞ্জনাকে দেখে ইলিয়াস কাঞ্চনের মনে হয়েছিলে অঞ্জনা মানুষ নয়!
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘আমার জীবনে আমি প্রথম নায়িকা দেখি অঞ্জনাকে। ‘দস্যু বনহুর’ সিনেমার শুটিং চলছিলো টিপু সুলতান রোডের একটি স্কুলের কাছে। আমি তখন ইন্টারমিডিয়েট পাশ করেছি। গিয়েছিলাম শুটিং দেখতে। ওকে দেখার পরে আমার মনে হয়েছে, মানুষ কীভাবে এতো সুন্দর হয়। আমার কাছে ওকে মানুষ মনে হয় নাই, ও তো পরীর মতো, একটা ডল ছিলো আসলে। এই মানুষটা সারাটা জীবন চলচ্চিত্রে থেকেছে, চলচ্চিত্রের জন্য কাজ করেছে। এখন তাকে আমরা কতটুকু মূল্যায়ন করেছি, সেটা হলো বিচার-বিবেচনার বিষয়।’’
চিত্রনায়িকা অঞ্জনার প্রথম সিনেমা ‘দস্যু বনহুর’ ছিল সুপারহিট। এ সিনেমার পর তাকে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক, বাচসাস পুরস্কার ইত্যাদি। নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি।