মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে বজু চৌধুরী (৪০) নামে এক শিক্ষানবিশ আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শিবালয় থানার ওসি এ আর এম আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া বজু চৌধুরী উপজেলার মহাদেবপুর উত্তর পাড়া এলাকার বিকাশ চন্দ্র শীলের ছেলে। তিনি মানিকগঞ্জ জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।
ওসি আল মামুন বলেন, “আজ সকাল ৯টার দিকে বসতিঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বজু চৌধুরী। বিষয়টি বুঝতে পেরে বজু চৌধুরীর মা ও প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিয়ে যান। সেখান থেকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে বজু চৌধুরীর মৃত্যু হয়।”
তিনি আরো বলেন, “খবর পেয়ে আইনজীবীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা করা হবে।”