সারা বাংলা

ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে এম সায়েমকে সভাপতি ও এনামুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শহরের কলেজ মোড়স্থ সংগঠনের জেলা কার্যালয়ে এ কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন হয়। নবগঠিত কমিটির সভাপতি এম সায়েমের পাঠানো এক বার্তায় এ সব তথ্য জানানো হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। প্রধান মেহমান ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহতাসিম বিল্লাহ, বিশেষ মেহমান ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সাকিব রায়হান। এছাড়াও সাবেক জেলা সভাপতি ও শিবিরের বর্তমান সাংগঠনিক থানাসহ বিভিন্নস্তরের নেতারা উপস্থিত ছিলেন।