আন্তর্জাতিক

রাশিয়ার গভীরে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার অভ্যন্তরে সারাটাভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে এঙ্গেলস শহরে বড় ধরনের একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় গভর্নর বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার ওই অঞ্চলে রুশ বাহিনীর কৌশলগত বোমারু বিমানের বড় একটি ঘাঁটি রয়েছে, যা দেশটির পারমাণবিক বাহিনীর অংশ। ইউক্রেন এর আগেও ড্রোন দিয়ে ওই ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে।

সর্বশেষ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে চালানো ড্রোন হামলায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে কিনা, সে বিষয়ে কিছু বলেননি গভর্নর।  

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোন হামলায় একটি তেলের ডিপোতে আগুন ধরে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অযাচাইকৃত ভিডিও ও ছবিতে ধোঁয়ার কুণ্ডলী ও দাউ দাউ করে জ্বলা আগুনের দৃশ্য দেখা গেছে।

টেলিগ্রামে এক পোস্টে আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন বলেছেন, ভলগা নদীর বিপরীত দিকে অবস্থিত সারাটাভ ও এঙ্গেলস শহর ‘সিরিজ ড্রোন হামলার’ শিকার হয়েছে। এতে একটি শিল্প প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সারাটাভ অঞ্চলে ১১টি ইউক্রেনীয় ড্রোন ও অন্যান্য অঞ্চলে ২১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য উল্লেখ করা হয়নি। 

এঙ্গেলস বিমান ঘাঁটি রাজধানী মস্কো থেকে প্রায় ৭৩০ কিলোমিটার (৪৫০ মাইল) দক্ষিণ-পূর্বে এবং ইউক্রেনীয় সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত। ২০২২ সালের ডিসেম্বরে, সেখানে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হলে রাশিয়ান বিমান বাহিনীর তিন সদস্য নিহত হন।

অ্যাস্ট্রার খবরে বলা হয়েছে, তেলের যে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি থেকে বিমানঘাঁটির জন্য জ্বালানি সরবরাহ করা হতো। রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্য নিশ্চিত করতে পারেনি।