বিনোদন

স্ত্রীর নগ্ন ভিডিও প্রকাশ করে সমালোচনার মুখে বিতর্কিত র‌্যাপার

কয়েক মাস আগে বিতর্কিত মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি। এবার স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন এই র‌্যাপার।

গত ৫ জানুয়ারি ছিল কানইয়ের স্ত্রী বিয়াঙ্কা সেন্সরির জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে স্ত্রীর নগ্ন ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন এই র‌্যাপার। সাদা-কালো ভিডিওতে বাথটাবে নগ্ন অবস্থায় দেখা যায় বিয়াঙ্কাকে। এ ভিডিওর ক্যাপশনে কানইয়ে লেখেন, “শুভ জন্মদিন প্রিয়।”

স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় দারুণভাবে সমালোচনার মুখে পড়েছেন কানইয়ে। অনেকে তাকে ‘উন্মাদ’ বলেছেন। একজন বিয়াঙ্কাকে নিয়ে চিন্তিত। তাই তিনি জানতে চেয়েছেন, “কেউ কি মেয়েটির (বিয়াঙ্কা) সঙ্গে কথা বলেছেন, সে কি ঠিক আছে?” আরেকজন লেখেন, “তার চোখ প্রাণহীন।” এমন অসংখ্য মন্তব্য ঘুরেবেড়াচ্ছে নেট দুনিয়ায়।

বিয়াঙ্কার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নিয়ে সমালোচনার ঢেউ উঠার পর ভিডিওটি সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। মূলত, লিগ্যাল নোটিশ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

এর আগে বিয়াঙ্কা অভিযোগ করেছিলেন, ৪৭ বছরের কানইয়ে ওয়েস্ট তার শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরির (বিয়াঙ্কা সেন্সিরির মা) সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিলেন। এ নিয়েও সমালোচনা কম হয়নি।

তথ্যসূত্র: ই-নিউজ, ডেইলি মেইল