পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন।
বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লিচু তলায় সকাল ৯টা থেকে শুরু হওয়া এ পূর্ণদিবস কর্মবিরতি চলে বিকেল ৪টা পর্যন্ত।
এ সময় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মুক্তার হোসেন বলেন, “জরুরি পরিষেবা হিসেবে শুধু পরিবহন, বিদ্যুৎ, চিকিৎসা, পরীক্ষা, পানি ও নিরাপত্তা প্রহরী- এ ছয়টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতির আওতার বাইরে রাখা হয়েছে। তাছাড়া, বাকি সব কর্মকর্তা-কর্মচারী পূর্ণ কর্মবিরতি পালন করছেন।”
তিনি বলেন, “আমরা নিজেরাই কোটা শব্দটার বিপক্ষে। আমরা চাই আমাদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়া হোক। দেশের সব সরকারি প্রতিষ্ঠানে এইসব সুবিধা দেওয়া হয়। আজ আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি। আগামীকাল আমরা সব সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।”
গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা বাতিল করতে বাধ্য হয়। এতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি এবং সোমবার (৬ জানুয়ারি) মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।