বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) মধ্যরাতে সদর থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে বগড়া শহরের সূত্রাপুর ঈদগাহ সংলগ্ন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
আলহাজ শেখ শহরের সূত্রাপুর এলাকার মৃত মুনছুর শেখের ছেলে। তিনি জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন।
জানা গেছে, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন আলহাজ শেখ। গত ৩০ ডিসেম্বর রাতে তিনি সূত্রাপুরের নিজ বাড়িতে ফেরেন। বিষয়টি জানতে পেরে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সদর থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আলহাজ শেখকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে ছয়টি হত্যা, বিস্ফোরক ও একটি অস্ত্রসহ মোট ২০টি মামলা রয়েছে।”