সারা বাংলা

জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করলেন সারজিস 

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠন করতে নরসিংদীতে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘ঘোষণাপত্র সপ্তাহ’ উপলক্ষে নরসিংদীর বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।

প্রথমে সকাল ১১টায় ইটাখোলা থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে নরসিংদী সদরের ভেলানগর, জেলখামোড়, মাধবদীর বিভিন্নস্থানে বিতরণ করা হয়।

এ সময় সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘‘সকাল থেকে নরসিংদী বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছি। বুধবার (৮ জানুয়ারি) থেকে ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত ৭ দিন দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করা হবে। এ ৭ দিন আমরা বিভিন্ন জেলায় ভাগ করে জনসংযোগ করব।’’

দিন অনুযায়ী জেলাভিত্তিক জনসংযোগ চালানোর জন্য আলাদাভাবে ভাগ করা হয়েছে। ঢাকা মহানগরে সপ্তাহজুড়ে জনসংযোগ চলমান থাকবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা দেশজুড়ে কেন্দ্রঘোষিত সূচি মেনে লিফলেট বিতরণ ও জনসংযোগ পরিচালনা করবে। কেন্দ্রীয় নেতারাও এ সূচি মেনে যুক্ত হবে।