বিনোদন

ওমরাহ পালনে গেলেন নিলয়

ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা নিলয় আলমগীর। তবে নিলয় একা নন, তার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদিও ওমরাহ পালন করবেন।

বুধবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন নিলয়। তাতে ইহরামের পোশাকে দেখা যায় তাকে। ক্যাপশনে তিনি লেখেন, “দোয়া করবেন।”  

নিলয়ের স্ত্রী হৃদিও তার ফেসবুকে ছবি পোস্ট করে লেখেন, “আল্লাহ তা’আলা অবশেষে আব্বু, আম্মু, শ্বশুর-শাশুড়ি সবাইকে নিয়ে আমাদের ওমরাহ পালনের সুযোগ করে দিলেন। নতুন বছরের শুরু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।”

নিলয় ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেছেন। ‘বেইলী রোড’ তার অভিনীত প্রথম সিনেমা। এরপর চারটি সিনেমায় অভিনয় করেন এই অভিনেতা। বর্তমানে নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন নিলয় আলমগীর। বিশেষ করে ইউটিউবের নাটকে তার চাহিদা তুঙ্গে।

নতুন বছরের প্রথমদিনে তার অভিনীত ‘পাগলের সুখ মনে মনে’ নাটক মুক্তি পায়। এতে নিলয়ের সঙ্গে জুটি বেঁধেছেন হিমি। আরো রয়েছেন তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহাসহ অনেকেই।