সারা বাংলা

শিবচরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের গনিরমোড় এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসীর উদ্দিন বেপারী।

তিনি বলেন, “শেখ হাসিনা পালিয়েছেন। তার ৩০০ সংসদ সদস্যও পালিয়েছে। বিএনপি রাজনীতি করে জনগণের জন্য। বিগত ১৭ বছর অত্যাচার নির্যাতনের পরও বিএনপির কোনো নেতাকর্মী পালিয়ে যায়নি। নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিল, কৃষকের পাশে ছিল।”

সমাবেশে জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান বলেন, “বিগত সরকারের আমলে কৃষকদের পাশে কেউ দাঁড়ায়নি। শেখ হাসিনা বিভিন্নভাবে লুটপাট করেছেন। কৃষকরা তাদের পণ্যের সঠিক মূল্য পায়নি। বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের পাশে থাকবে। কৃষি পণ্যের সঠিক মূল্য পাবেন কৃষকরা।” 

শিবচর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. লিটন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক ওবায়দুর রহমান খান, যুগ্ম-আহ্বায়ক উজ্জ্বল আলম, যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হোসেন সুমন। সমাবেশে ভদ্রাসন ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মাদবর, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ওয়াহীদ মীনা লাট্টু, ভান্ডারীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবুল আলম, ভদ্রাসন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল খালাসী উপস্থত ছিলেন।