সারা বাংলা

সহকারী স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

কক্সবাজারের চকরিয়ায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আকতার হোসেনকে (৪০) ছুরিকাঘাত করে ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার শাহারবিল স্টেশন থেকে বদরখালীর দিকে যাওয়ার পথে ইলিশিয়া লম্বা রাস্তার কাছে ঘটনাটি ঘটে।

আকতার হোসেন কক্সবাজারের রামু রেলওয়ে স্টেশনে কর্মরত। তিনি চকরিয়ার বদরখালী ইউনিয়নের দক্ষিণ পুকুরিয়া পাড়ার বাসিন্দা।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী বলেন, “আকতার হোসেন বদরখালী যাচ্ছিলেন। এসময় ছিনতাইকারীরা তার বহনকারী অটো রিকশাটির গতিরোধ করে। ছিনতাইকারীরা আকতার হোসেনকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আকতার হোসেনকে উদ্ধার করে চকরিয়া উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।”

চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”