ক্যাম্পাস

কুবিতে শীত নিয়ে রম্য বিতর্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সপ্তাহ- ২০২৫ উপলক্ষে শীত নিয়ে রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কটির বিষয়বস্তু ছিল ‘শীত মানেই আমি’।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন ব্যাডমিন্টন কোর্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্পিকার হিসেবে ছিলেন ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি মো. সাকিল আহমেদ সবুজ।

বির্তক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে কম্বল চরিত্রে বিতর্ক করেন নাজমুস সাকিব, বিয়ে চরিত্রে মো. লাবিব রহমান, কুয়াশা চরিত্রে কিফায়াত উল হক, পিঠাপুলি চরিত্রে সায়মা আক্তার, পারফিউম চরিত্রে ফারহা খানম এবং শীতের চাদর চরিত্রে বিতর্ক করেছেন সূচনা আক্তার। 

আয়োজন নিয়ে কুবির ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিল বলেন, “কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সপ্তাহ-২০২৫ এর কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সংগঠনের সদস্য হিসেবে যুক্ত করা হবে।”

তিনি বলেন, “এর পাশাপাশি লালমাটির ক্যাম্পাসে শীতকে ভিন্নভাবে উপভোগ করার জন্য শীত নিয়ে প্রদর্শনী বিতর্কের আয়োজন করা হয়। এতে শীতের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়কে চরিত্রায়নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।”