গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে মো. হৃদয় শেখ নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল।
পালিয়ে যাওয়া হৃদয় শেখ মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত হেমায়েত শিখার ছেলে।
ওসি মোস্তফা কামাল বলেন, “গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি মো. হৃদয় শেখকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় হৃদয় শেখ সুকৌশলে হ্যান্ডকাফ থেকে হাত বের করে সবার অগোচরে থানা থেকে পালিয়ে যান। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে পুলিশ।”