সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় দুটি বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর আগুন লেগে অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন নিহত হয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মো. ফারুক হোসেন, ছেলে ফুয়াদ সিদ্দিক, স্ত্রী সোনিয়া আক্তার ও স্ত্রীর বড়বোন মাহফুজা আক্তার শিলা।
পুলিশ জানিয়েছে, ফারুক হোসেন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল তার ছেলে ফুয়াদ সিদ্দিক। গত রাতে ফুয়াদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের গোপালপুর থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা আসছিলেন ফারুক হোসেন। সঙ্গে ছিলেন স্ত্রী সোনিয়া আক্তার ও স্ত্রীর বড়বোন মাহফুজা আক্তার শিলা। পথে দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ‘‘একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে সেটিতে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেওয়া বাস ও পাশে থাকা আরো একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ৪ জনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়।’’
আরো পড়ুন: সাভারে ২ বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, আগুনে পুড়ে নিহত ৪