আন্তর্জাতিক

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু, আহত ৪০

ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের টিকিট বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন ৪০ জনের বেশি। বার্ষিক বৈকুণ্ঠ একাদশী উৎসবের ঠিক দুই দিন আগে এ দুর্ঘটনা ঘটল।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, তিরুপতি মন্দিরের বার্ষিক উৎসব বৈকুণ্ঠ একাদশীর দর্শন ১০ জানুয়ারি থেকে শুরু হবে, যা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। ১০ দিনের এই উৎসবের টিকিট বিতরণ শুরুর কথা ছিল আজ বৃহস্পতিবার ভোর ৫টায় থেকে। 

কিন্তু গতকাল বুধবার সকাল থেকেই টিকিট কাউন্টারের সামনে লোকজন ভিড় জমাতে শুরু করে। সন্ধ্যা গড়াতে গড়াতে সেখানে দীর্ঘ লম্বা লাইনে চার পাঁচ হাজার মানুষ জমে যায়।

এই জমায়েত এক সময় অধৈর্য্য হয়ে ঠেলা ধাক্কা শুরু করে যা এক পর্যায়ে হুড়োহুড়িতে পরিণত হয়। এ সময় ভিড়ের চাপে অনেক পড়ে গিয়ে পদদলিত হন। এতে অন্তত ছয়জনের মৃত্যু ও ৪০ জনের বেশি মানুষ জখম হন।

প্রায় দুই হাজার বছরের পুরনো মন্দিরটির ভিড় সামলানোর ব্যবস্থা বহুল প্রশংসিত ছিল। কিন্তু এবার সেখানেও পদদলনে প্রাণহানির ঘটনা ঘটল।

প্রাণহানির এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করে মন্দির কর্তৃপক্ষ বলেছে, তাদের হিসাবের চেয়েও অনেক বেশি মানুষ জড়ো হওয়ায় অনাকাঙ্ক্ষিত এ ঘটনাটি ঘটেছে।

মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য ভানু প্রকাশ রেড্ডি বলেন, “টোকেন বিতরণের জন্য আমরা ৯১টি কাউন্টার খুলেছি...পদদলিত হওয়ার ঘটনাটি দুর্ভাগ্যজনক। মন্দিরের ইতিহাসে এমনটি কখনও ঘটেনি। আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।"

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।