রাজধানীর মাইডাস কনভেনশন সেন্টারে তৃতীয়বারের মত শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘শীত উৎসব ১৪৩১’। হুর নুসরাত ও হামানদিস্তার উদ্যোগে ৯-১১ জানুয়ারি চলবে এই আয়োজন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্পাদক ও বহুমাত্রিক লেখক মুস্তাফিজ শফি।
উদ্বোধনকালে মুস্তাফিজ শফি বলেন, ‘‘দেশের নারী উদ্যোক্তাদের অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। সেটি কাটিয়েই তাদের সামনে এগিয়ে যেতে হবে। আমি বলব, দেশের নারীরা শুধু এগিয়ে যাচ্ছে না; ইতোমধ্যে তারা এগিয়ে গেছেন।’’
প্রায় ৬০ জন অনলাইন নারী উদ্যোক্তা নিয়ে এবারের আয়োজন। উৎসবে নারীদের দেশি-বিদেশি শাড়ি, থ্রি-পিস, টু-পিস, শাল, শীতের কাপড়, জুয়েলারি, কসমেটিকস, পারফিউম, ব্যাগ, হারবাল বিউটি প্রোডাক্ট, ইম্পোর্টেড বিউটি প্রোডাক্টসহ ঘরে তৈরি খাবার নিয়ে তারা থাকছেন।
উৎসব সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই উৎসব। স্থান: মাইডাস কনভেনশন সেন্টার, রোড নং-১৬, বাড়ি নং-৫, ধানমন্ডি-২৭, ঢাকা।