বিনোদন

রাইজিংবিডি স্পেশালে নায়ক উজ্জ্বল

সত্তর দশকের বাঘা বাঘা নায়কদের টেক্কা দিয়ে নিজের অবস্থান তৈরি করে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্র আশ্রাফ উদ্দিন আহমেদ উজ্জল। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে পেয়েছেন ‘মেগাস্টার’ তকমা। নন্দিত এই নায়ক রাইজিংবিডি স্পেশালে অতিথি হিসেবে হাজির হয়ে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় ও নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। 

রাহাত সাইফুল সঞ্চালিত ‘রাইজিংবিডি স্পেশাল’-এর এবারের পর্ব আজ (৯ জানুয়ারি) রাত ৮টায় রাইজিংবিডির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিডিও সাক্ষাৎকারটি প্রচার হবে। 

নন্দিত নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ সিনেমায় উজ্জ্বল নামে অভিনয় করেন তিনি। এর পরে ‘সমাধি’, ‘নালিশ’, ‘উসিলা’, ‘নসিব’, ‘অপরাধ’, ‘সমাধান’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ ২০১৫ সালে ‘রাজা বাবু’ সিনেমায় তাকে দেখা যায়। 

সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘রাইজিংবিডি স্পেশাল’-এ অংশ নিয়ে থাকেন দেশের বিভিন্ন অঙ্গনের তারকা ব্যক্তিত্বরা। এর আগে অনুষ্ঠানটিতে অতিথি হয়েছেন— অঞ্জনা সুলতানা, মিশা সওদাগর, অপু বিশ্বাস, জায়েদ খান, পূজা চেরি, আনিকা কবির শখ, তমা মির্জা, আইরিন সুলতানা, সাইমন সাদিক, জাহারা মিতু, অধরা খান, বিপাশা কবির, পুষ্পিতা পপি, মৌমিতা মৌ, মৌ খান, মুনমুনসহ দেশের জনপ্রিয় তারকারা।