সারা বাংলা

যশোরে আড়াই লাখ টাকা ছিনতাই, ৩ জনকে গণধোলাই

যশোরের চৌগাছা উপজেলায় আড়াই লাখ টাকা ছিনতাইকালে স্থানীয়রা তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার সলুয়া বাজারে ছিনতাই করা হয়। গ্রেপ্তাররা হলেন, খুলনার লবণচোরা থানার ছাচিবুনিয়া এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে ইমন (৩০), একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইমরান (৩২) ও মনির হোসেনের ছেলে সুমন (৩০)।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে এনজিওকর্মী আফরা গ্রামের হালিমা খাতুন তার অফিসের আড়াই লাখ টাকা সোনালি ব্যাংক সলুয়া শাখা থেকে উত্তোলন করে রাস্তা ধরে যাচ্ছিলেন। এ সময় একটি কালো রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ-৩১-৭৮৬১) করে কয়েকজন এসে হালিমার হাতে থাকা টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে চৌগাছা বাজারের দিকে যায়। হালিমার চিৎকারে লোকজন জড়ো হয়ে মশিউরনগর বাজারে ব্যারিকেড দিলে গাড়ি ঘুরিয়ে পুনরায় সলুয়া বাজারে আসে। স্থানীয়রা ছিনতাইকারীদের ধরে গণধোলাই দেয় এবং প্রাইভেটকারটি ভাঙচুর করে।

পরে পুলিশ এসে তিন ছিনতাইকারী ও গাড়িটি থানায় নিয়ে যায়। তবে ছিনতাইকারী আটক হলেও টাকা ও মোবাইল ফোন পাননি বলে জানান হালিমা খাতুন। প্রাইভেটকারটি সকালে খুলনার সোনাডাঙা এলাকা থেকে ছিনতাই করে নিয়ে আসে তারা।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, এ বিষয়ে থানায় ছিনতাই মামলা হয়েছে।