“নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ”— স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে ২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আগামী ১১ জানুয়ারি বিকাল ৪টায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ উৎসবের পর্দা উঠবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটি। সেখানে জানানো হয়, এবারের উৎসবে ৭৫টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হবে। ১১-১৯ জানুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে।
৯ দিনব্যাপী উৎসবের ভেন্যু হিসেবে এবারো থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি।
১২-১৩ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্চে অনুষ্ঠিত হবে ১১ তম উইমেন ইন সিনেমা কনফারেন্স। আলিয়স ফ্রঁসেজ ঢাকার লা আর্ট গ্যালারিতে উদ্বোধন হচ্ছে উৎসবের তত্ত্বাবধানে ‘পার্সপেকটিভ, অ্যা কনটেম্পোরারি গ্রুপ আর্ট এক্সিবিশন’। আজ সন্ধ্যা ৬টায় এই এক্সিবিশনের পর্দা উঠছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, উৎসব কমিটির চেয়ারপার্সন কিশওয়ার কামাল, এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি বোর্ডের সদস্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন, উৎসব কমিটির নির্বাহী সদস্য এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, উৎসব কমিটির সদস্য সাংবাদিক রফিকুজ্জামান, মাস্টারক্লাস কো-অর্ডিনেটর, ফেস্টিভ্যাল মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু এবং উইমেন ইন সিনেমা কনফারেন্সের কনফারেন্স ডিরেক্টর সাদিয়া খালিদ রিতি।
উল্লেখ্য, রেইনবো ফিল্ম সোসাইটি ১৯৯২ সাল থেকে আয়োজন করে আসছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।