খেলাধুলা

৯ ছক্কায় সাব্বিরের ৮২, ১৪৯০ দিন পর বিপিএলে ফিফটি

নিজেকে হারিয়ে যেন খুঁজছিলেন এক সময়ের প্রতিভাবান ক্রিকেটার সাব্বির রহমান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েছিল পরিচয়, সেই বিপিএলেই ১৪৯০ তথা চার বছর ঝড়ো ফিফটি হাঁকিয়ে আবারো পাদপ্রদীপের আলোয় এই ডানহাতি ব্যাটার। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চিটাগং কিংসের মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস। টস হেরে ব্যাটিং করতে নেমে সাব্বিরের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৭৭ রান করে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। 

৬ ছক্কা ১ চারে সাব্বির ফিফটির দেখা পেয়েছিলেন ২২ বলে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৩  বলে ৮৩ রান করে। পুরো ইনিংসে ছক্কার মার ছিল ৯টি আর চার হাঁকিয়েছেন ৩টি। বিপিএলে সাব্বিরের সবশেষ ফিফটি ছিল ২০২০ সালের ১০ ডিসেম্বর। মাঝে ৩১ ম্যাচে কোনো ফিফটির দেখা পাননি। 

শুরুতে উইকেট হারানোর পর তানজীদ হাসান তামিম এক প্রান্তে আগলে রেখে খেলতে থাকেন। ৪৮ বলে ৫৪ রান করেন তিনি। সাব্বিরের সঙ্গে ৩৫ বলে ৬৩ রানের জুটি ম্যাচের গতিপথ বাতলে দেয়। শেষ দিকে ফরমানুল্লাহর সঙ্গে জুটিতে আসে ১৭ বলে ৩০ রান। ফরমানুল্লাহ ৯ বলে ১০ রানে অপরাজিত ছিলেন। 

ইংলিশ তারকা ব্যাটার জেসন রয় আউট হন মাত্র ১ রানে। মাঝে স্টিফেন এসকিনাজি ৫ ও শাহাদাত হোসেন আউট হন ৯ রানে। এদিন হাসেনি থিসারা পেরেরার ব্যাটও। তিনি আউট হন ১ রানে। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন খালেদ আহমেদ। 

চিটাগং কিংসের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে এসে লিটন দাসকে বাদ দিয়ে একাদশ গড়েছে ঢাকা ক্যাপিটালস। পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের খোঁজে পাঁচ পরিবর্তন নিয়ে নামে ঢাকা। তিন দেশির সঙ্গে বাদ পড়েন দুই বিদেশিও। এদিকে তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় জয়ের খোঁজে নেমেছে চিটাগং কিংস।