ভয়াবহ দাবানল উন্মাদের মতো গ্রাস করছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাড়ি-গাড়ি, প্রকৃতি। আগুনের লেলিহান শিখা যে পর্যন্ত নাগাল পাচ্ছে, তাই ভস্মীভূত করছে। সাধারণ নাগরিকদের বাড়ি পোড়ার পাশাপাশি হলিউড তারকারাও আবাস্থল হারিয়েছেন।
হলিউডের প্রখ্যাত অভিনেতা বিলি ক্রিস্টাল। ৭৬ বছরের এই অভিনেতা স্ত্রী-সন্তানদের নিয়ে প্যাসিফিক প্যালিসেডসের বাড়িতেই থাকতেন। ১৯৭৯ সাল থেকে বাড়িটিতে বসবাস করে আসছেন এই তারকা। স্মৃতিবিজড়িত বাড়িটি পুড়িয়ে ছাই করে দিয়েছে দাবানল। মধুর স্মৃতির মূল্য বিবেচনায় যেমন দামি, তেমনি অর্থ মূল্যেও বাড়িটি কম নয়।
প্রিয় বাড়ি পুড়ে যাওয়ার পর স্মৃতিরা যেন তাকে ঘিরে ধরেছে। অভিনেতা বিলি ক্রিস্টালের প্রকাশিত বিবৃতি তারই ইঙ্গিত দিচ্ছে। বিবৃতিতে বিলি বলেন, “১৯৭৯ সাল থেকে বাড়িটিতে বসবাস করে আসছি আমি ও জেনিস (বিলি ক্রিস্টালের স্ত্রী)। এ বাড়িতে বেড়ে উঠেছে আমাদের সন্তান ও নাতি-নাতনিরা। বাড়িটির প্রতিটি ইঞ্চি ভালোবাসায় পরিপূর্ণ। চমৎকার সব স্মৃতি কেড়ে নেওয়া যায় না। আমাদের হৃদয় ভেঙে গেছে। তারপরও আমাদের সন্তান ও বন্ধু-বান্ধবদের ভালোবাসায় এই সংকট কাটিয়ে উঠব।”
১৯৪৮ সালে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন বিলি। এই তারকা এবং তার স্ত্রীর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “আমরা যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করছি এবং যা অনুভব করছি তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়।”
ডেইলি মেইলের তথ্য অনুসারে, ১৯৩৬ সালে ০.৪০ একর জমির ওপরে নির্মিত হয় পুড়ে যাওয়া বাড়িটি। সর্বশেষ কাঠামো অনুযায়ী বাড়িটিতে ৪টি বেডরুম এবং ৬টি বাথরুম ছিল। তবে চার দশকের বেশি সময় ধরে এ বাড়িতে বসবাস করছেন বিলি-জেনিস।
তারকাদের বাড়ির নকশা এবং নির্মাণ বিশেষজ্ঞ ওয়েবসাইট আরবান স্প্ল্যাটার ২০২২ সালের সেপ্টেম্বরের একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়েছে, বিলির ৬ হাজার ৭৯৩ বর্গফুটের এই বাড়ির মূল্য ৯.১৯ মিলিয়ন মার্কিন ডলার।
বিলি একাধারে অভিনেতা, কমেডিয়ান, গায়ক, প্রযোজক ও পরিচালক। ১৯৭৭ সালে চলচ্চিত্রে পা রাখেন। ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন। উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘সিটি স্লিকার্স’, ‘অ্যানালাইজ দিস’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ প্রভৃতি। নয়বার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বিলি।