বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন। শনিবার থেকে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএতে) হিসেবে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন।
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, পিটার হাস অবসর গ্রহণের পর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদটি প্রায় ছয় মাস ধরে শূন্য রয়েছে। তবে সম্প্রতি ওয়াশিংটনে ক্ষমতার পরিবর্তন হওয়ায় নিয়মিত রাষ্ট্রদূতের নিয়োগের ক্ষেত্রেও কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আজ যুক্তরাষ্ট্র বাংলাদেশে নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।
ট্রেসি অ্যান জ্যাকবসন এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট-প্রাচ্য বিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং তাজিকিস্তান, তুর্কমিনিস্তান এবং কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রেসি দায়িত্ব গ্রহণের পর মেগান বোল্ডিন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে উপপ্রধান হিসেবে তার পূর্বের দায়িত্বে ফিরে যাবেন।
পিটার হাস গত বছরের জুলাই মাসে অবসর নেন। এর আগে, মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে নিয়োগ দেন। তবে সিনেটের অনুমোদন এখনও পাওয়া যায়নি, ফলে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেননি।
এদিকে, যুক্তরাষ্ট্রে গত সাধারণ নির্বাচনে বাইডেনের দল ডেমোক্র্যাটদের ব্যাপক পরাজয়ের কারণে ডেভিড মিলের নিয়োগের বিষয়টি এখনো অনিশ্চিত রয়েছে, এমনটা মনে করছেন কূটনীতিকরা।
সূত্রগুলোর মতে, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিতে পারেন। ফলে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে অন্য কারও নাম ঘোষণা করা হতে পারে।