ক্যাম্পাস

জবি ছাত্রদল কর্মীর বিশৃঙ্খল আচরণে উদ্বেগ ও নিন্দা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধনে শাখা ছাত্রদল কর্মীর বিশৃঙ্খল আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) একটি যৌথ বিবৃতিতে জবির সংগঠনগুলো এ উদ্বেগের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে হিউম্যান রাইটস সোসাইটির শান্তিপূর্ণ মানববন্ধনে শাখা ছাত্রদলের কর্মী অনিক কুমার দাসের বিশৃঙ্খল ও আক্রমণাত্মক আচরণের ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করছি। ঐতিহাসিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লব পরবর্তী সময়ে এ ঘটনা ক্যাম্পাসে সংগঠনগুলোর স্বাধীন কার্যক্রম পরিচালনা এবং মতামত প্রকাশের অধিকারের প্রতি গুরুতর হুমকি হিসেবে দেখা দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের অধিকার যেকোন সমাজের প্রগতির মৌলিক শর্ত। এ অধিকারগুলো বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর অন্তর্ভুক্ত। মানববন্ধনে বাধা প্রদান কেবল মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল নয়, এটি বিশ্ববিদ্যালয় এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এছাড়াও এটা সংগঠনগুলোকে স্বাধীন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে চিন্তিত করে তোলে। 

বিবৃতিতে শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

বিবৃতিতে স্বাক্ষর করেন, জবি প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসাইফ ও সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ, সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন ও সাধারণ সম্পাদক মাহাতাব লিমন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায় ও সাধারণ সম্পাদক উম্মে রাহনুমা রাদিয়া, সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি তামজিদা ইসলাম, সাহিত্য সংসদের সভাপতি আলিমুল ইসলাম, আবৃত্তি সংসদের সভাপতি আতিফ মিসবাহ লগ্ন ও সাধারণ সম্পাদক শিউলি আক্তার, ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. মিনহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রেজওয়ান কবির।

আরো স্বাক্ষর করেন, জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আল আরাবি ও সাধারণ সম্পাদক ফয়সাল কবির, বাঁধনের সভাপতি এনামুল হক বিজয় ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চলচ্চিত্র সংসদের সভাপতি আদনান মাহমুদ সৈকত ও সাধারণ সম্পাদক হাসিবুজ্জামন রিক, রঙ্গভূমির সভাপতি ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক আল কাদরী, ফিল্ম ক্লাবের সভাপতি সাদমান শাহরিয়ার ও সাধারণ সম্পাদক মো: সোলায়মান খান, আইটি সোসাইটির সভাপতি মো: রেদওয়ান আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: পারভেজ হোসেন।