আন্তর্জাতিক

‘মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে’

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানালে নিহতের সংখ্যা বেড়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সাত জন নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় অগ্নিনির্বাপন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে দাবানলের সূত্রপাত হয় এবং ঘণ্টায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) গতির দমকা বাতাস এবং অবিশ্বাস্যভাবে শুষ্ক অবস্থার কারণে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করে। লস অ্যাঞ্জেলেস-এর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আগুন, মহানগরীর বিভিন্ন অংশে পাঁচটি বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার সতর্কতা বা নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ পাঁচ জন নিহতের খবর জানিয়েছিল।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলির মতে, প্যাসিফিক প্যালিসেডসের দাবানলে দুইজন নিহত হয়েছে। এর ফলে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে সাতে পৌঁছেছে। প্যালিসেডসের আগুনে ১৯ হাজার ৯৭৮ একর জমি পুড়ে গেছে এবং ৫ হাজার ৩১৬টি কাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। 

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানিয়েছেন, তার প্রধান অগ্রাধিকার হল বাসিন্দাদের জীবিত রাখা, কারণ তার শহর আগুনে পুড়ে যাচ্ছে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “এই আগুন এখন জ্বলছে। আমাদের কাজ হলো মানুষ যেন বেঁচে থাকে। জীবন, ঘরবাড়ি, সম্পত্তি বাঁচানো নিশ্চিত করা।”

পরিস্থিতি সম্পর্কে লস অ্যাঞ্জেলেস শেরিফ রবার্ট লুনা বলেছেন, কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ার সাথে সাথে মনে হচ্ছে “এই অঞ্চলগুলোতে একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে।”

জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সান্তা আনায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ মাইল বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী বাতাস পাহাড় এবং পাহাড়ের পাদদেশে বয়ে যাবে। হলিউড পাহাড়ের কাছে বাতাস সবচেয়ে শক্তিশালী হবে।

আবহাওয়া দপ্তর বলেছে, এই সময়ে ব্যাপক পরিমাণে গাছপালা এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়ার পাশাপাশি ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের উচ্চ ঝুঁকি থাকবে।