বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আমরা একটি কালো অধ্যায় পার করেছি বিগত ১৮টি বছর। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে প্রকাশ্য দিবালোকে শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা দিয়ে আমাদের সাতজন তরুণ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়। আমরা সেই ইতিহাসের ছবি ভুলে যাইনি।”
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, “স্বৈরাচারের আমলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটা ভোট আমরা দিতে পারিনি। তারা গুম করে, নিষিদ্ধ করে এবং নির্যাতন করে আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। আমরা পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈরাচার ও ফ্যাসিস্টের বিদায় দেখেছি। তবে, জনরোষে এভাবে কাউকে পালিয়ে যেতে দেখিনি।”
আওয়ামী লীগ আমলে জামায়াত নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করে বৃদ্ধ বয়সে কারাগারে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচারক, সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করে আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে। বিদেশ থেকে রায় লিখে দেওয়া হয়েছে। সেই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হলেন শেখ হাসিনা।”
গোলাম পরওয়ার বলেন, “যে ট্রাইব্যুনাল দিয়েছিল, আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য, আল্লাহর কি বিচার এখন সেই ট্রাইব্যুনালেই তার (শেখ হাসিনা) বিচারের আয়োজন চলছে। দুইশর উপর মামলা হয়ে গেছে ট্রাইবুনালে। রেড এলার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে।”
গাজীপুর জেলা শাখার আমির ড. মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন সম্মেলনে। এতে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্ৰীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মো. আবুল হাশেম খান, গাজীপুর মহানগর শাখার আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দিন, সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকীমসহ জেলা-উপজেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা।