কক্সবাজারের টেকনাফে অপহৃত মোহাম্মদ জসিমকে মুক্তিপণের বিনিময়ে ১০ দিন পর উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, ৩০ লাখ টাকা দিয়ে স্বজনরা তাকে মুক্ত করেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার শামলাপুরের দুর্গম পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত মোহাম্মদ জসিম টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে।
৩০ ডিসেম্বর রাতে বাহারছড়ার বড় ডেইল এলাকায় ঘরে ঢুকে সশস্ত্র সন্ত্রাসীরা ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে জসিমকে অপহরণ করে বলে জানিয়েছেন বাহারছড়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম।
তিনি বলেন, ‘‘সন্ত্রাসীরা বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার মাথায় জসিমের মুদির দোকানে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। তারা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। স্বজনরা জমি বিক্রি করে ৩০ লাখ টাকা দিলে তাকে মুক্তি দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’
বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা জানান, অপহৃত জসিম ১০ দিন পর ফিরে এসেছেন। তবে মুক্তিপণের বিষয়ে ভুক্তভোগীর পরিবার কিছু জানায়নি। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।