বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত কোন ম্যাচে জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স-ঢাকা ক্যাপিটালস। প্রথম জয়ের খোঁজে দল দুটি নিজেদের মধ্যে লড়াইয়ে নেমেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়ছে ঢাকা। ঢাকার একাদশে ফিরেছেন লিটন দাস। আগের ম্যাচে তিনি বাদ পড়েছিলেন। এবার বাদ পড়েছেন শাহাদাত হোসেন দিপু।
ঢাকা নেমেছে একাধিক পরিবর্তন নিয়ে। অন্যদিক সিলেট একাদশে পরিবর্তন মাত্র একটি। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেল জয় পায়নি ঢাকা। আর সিলেট খেলেছে তিন ম্যাচ।
সিলেট স্ট্রাইকার্স: আরিফুল হক, জর্জ মুনসে, রাকিম কর্নওয়াল, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, নাহিদুল ইসলাম, রিচ টপলি, আল-আমিন হোসেন ও অ্যারোন জোন্স।
ঢাকা ক্যাপিটালস: তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, জেপি কর্টজে, ফরমানুল্লাহ শাফি, রিয়াজ হাসান, লিটন দাস, আবু জায়েদ রাহী, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুনিম শাহরিয়ার।