সারা বাংলা

চরমপন্থি নেতা কামরুল আমার স্বামীকে হত্যা করেছে

কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর হত্যার পেছনে সাবেক চরমপন্থি নেতা গাজী কামরুলকে দায়ী করেছেন স্ত্রী সাবিহা আক্তার।

তিনি বলেন, “আমার স্বামী এলাকায় অনেক জনপ্রিয়তা ছিলেন। তিনি মানুষের সালিশ-দরবার করতেন। এটা ভালো চোখে দেখতেন না এক সময়ের শীর্ষ চরমপন্থি দল নেতা গাজী কামরুল। তিনি বিভিন্ন সময়ে আমার স্বামীকে হত্যার হুমকি দিতেন। গাজী কামরুলই মেইন। সে-ই আমার স্বামীকে হত্যা করেছে। সে কারো ভালো চায় না।”

নিহত গোলাম রব্বানী টিপু খুলনা মহানগরীর দেয়ানার হোসেন শাহ রোডের ২১২ নম্বর রোডের বাসিন্দা ছিলেন। তিনি খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। 

নিহত টিপুর স্ত্রী সাবিহা আক্তার বলেন, “গত বুধবার (৮ জানুয়ারি) মাগরিবের নামাজের পর তিনি (টিপু) আমাকে ফোন দিয়ে বলেন, নামাজ পড়েছ, বাচ্চারা কোথায়? তখন আমি বললাম, বাচ্চারা আছে, চা খেয়ে আমি বাচ্চাদের পড়তে বসাব।”

শুক্রবার (১০ জানুয়ারি) দেয়ানার হোসেন শাহ রোডের বাড়িতে গিয়ে দেখা যায়, অনেক মানুষের জটলা। একপাশে টিপুর ছেলে তাসিন রব্বানি রাহাতকে (১৩) পাশে নিয়ে বসে আছেন দাদা গোলাম আকবর। ছেলের শোকে কাতর তিনি। খুলনা সরকারি ল্যাবরেটরি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র রাহাতও ছিল বাকরুদ্ধ। তারা যেন কথা হারিয়ে ফেলেছেন।

টিপুর পরিবার জানায়, কক্সবাজারে অনেক আগে থেকেই গোলাম রাব্বানী টিপুর মাছের ব্যবসা ছিল। এর আগে লবণের ব্যবসাও ছিল টিপুর। ব্যবসার কারণে টিপুর কক্সবাজারে নিয়মিত যাতায়াত ছিল। তবে বর্তমানে তিনি জমি-জমার ব্যবসা করতেন। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সুকৌশলে কক্সবাজারে নিয়ে হত্যা করা হয়েছে গোলাম রাব্বানী টিপুকে। এই হত্যাকাণ্ডের সঙ্গে এলাকার অনেকেরই জড়িত রয়েছেন। কারণ টিপু সব সময় অস্ত্রসহ দলবল নিয়ে চলাফেরা করতেন। বিভিন্ন কারণে তার অনেক শত্রু ছিল।

টিপুর স্ত্রী সাবিহা আক্তার বলেন, “আমার স্বামী এলাকায় অনেক জনপ্রিয়তা ছিলেন। তিনি মানুষের সালিশ-দরবার করতেন। এটা ভালো চোখে দেখতেন না এক সময়ের শীর্ষ চরমপন্থি দল নেতা গাজী কামরুল। তিনি বিভিন্ন সময়ে আমার স্বামীকে হত্যার হুমকি দিতেন। গাজী কামরুলই মেইন। সে-ই আমার স্বামীকে হত্যা করেছে। সে কারো ভালো চায় না।”

টিপুর বড় ভাই গোলাম রসুল বাদশা বলেন, “খুলনার দৌলতপুর ও পাবলা কেন্দ্রিক শত্রুরাই আমার ভাই গোলাম রাব্বানী টিপুকে সুকৌশলে কক্সবাজারে নিয়ে হত্যা করেছে। তারা বহুদিন ধরে চেষ্টা চালিয়ে অবশেষে সফল হয়েছে।”

নিহত টিপুর বাবা গোলাম আকবর বলেন, “আমার ছেলে খুব ভালো ছিল। সে মানুষের উপকার করত। কারো কোনো ক্ষতি করেনি। আমার সেই ছেলেকে বাড়ি থেকে দূরে নিয়ে হত্যা করা হয়েছে। আমি এই কষ্ট কীভাবে সহ্য করব।”

খুলনার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, “গোলাম রাব্বানী টিপুর বিরুদ্ধে দৌলতপুর থানায় আগে হত্যাকাণ্ডসহ দুটি মামলা ছিল। বর্তমানে তার নামে কোনো মামলা নেই। এছাড়া ৫ আগস্টের পরে খালিশপুর থানায়ও তার নামে মামলা হয়েছে।”