আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ঘোষণা করেছেন তামিম ইকবাল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম দলে থাকবেন কী না যখন এই আলোচনা চলছে, তখন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে শেষের কথা জানিয়ে দিয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ফেসবুকে তামিম আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। দীর্ঘ স্ট্যাটাসে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বিস্তারিত কারণ ব্যাখাও করেছেন।
তামিম লিখেছেন, “আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।”
“অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।”
২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মাঝে হুট করে অবসরের ঘোষণা দেন তামিম
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে তামিমের সঙ্গে সিলেটে বৈঠক করে জাতীয় নির্বাচক প্যানেল। কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই দিন সময় নিয়েছিলেন তিনি। এর মধ্যে এলো ইতি টানার সিদ্ধান্ত।
বৈঠক নিয়ে দেশসেরা এই ওপেনার বলেন, “অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি।”
২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মাঝে হুট করে অবসরের ঘোষণা দেন তামিম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে আবার অবসর ভেঙে ফিরেন। কিন্তু নানা নাটকীয়তার পর বাদ পড়েন ২০২৩ বিশ্বকাপ দল থেকে।
সেসব বিষয় তার জন্য বড় ধাক্কা ছিল বলে জানান তামিম, “২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি।”
“আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে’।”
তামিম বাংলাদেশের জার্সিতে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টিতে রান করেছেন যথাক্রমে ৫ হাজার ১৩৪, ৮ হাজার ৩৫৭ ও ১৭৫৮ রান। সবশেষ তাকে দেখা গেছে ওয়ানডে জার্সিতে, ২০২৩ সালের সেপ্টেম্বরে।