ফরিদপুরের কানাইপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের নির্যাতনে ওবায়দুর খান (২৮) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় তিনি মারা যান। ওবায়দুর খান সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছেলে।
নিহতের বড় ভাই রাজীব খান অভিযোগ করে বলেন, ‘‘স্থানীয় খায়রুজ্জামান খাজার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল বিকেলে খাজার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ওবায়দুর খানকে তুলে নিয়ে নির্মম নির্যাতন চালায়। এ সময় তার দুই চোখে লোহার পেরেক দিয়ে খুঁচিয়ে আঘাত করাসহ বাম পা ভেঙে ফেলা হয়। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।’’
ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহিরা হোসেন বলেন, ‘‘ওবায়দুরের দুই চোখ ও মাথায় আঘাতের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া, তার বাম পা ভেঙে ফেলা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।’’
অভিযোগের বিষয়ে জানতে খায়রুজ্জামান খাজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা জেরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’