বিনোদন

মনির খানের প্রথম গানের অ্যালবাম যেভাবে প্রকাশ হয়েছিল

মনির খানের প্রথম অ্যালবাম প্রকাশ হয় ১৯৯৬ সালে। অনেক শ্রম আর সাধনার ফসল ‘তোমার কোনো দোষ নেই’ অ্যালবামটি। মনির খান ছোটবেলা থেকেই গান শিখতেন। একটা সময় তিনি মনে করেন শিল্পী হিসেবে পরিচিতি পেতে হলে অ্যালবাম প্রকাশ করতে হবে। বাবার কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে অ্যালবাম প্রকাশের আশায় গীতিকার, সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্র পরিচালক মিল্টন খন্দকারের সঙ্গে দেখা করেন এবং কণ্ঠস্বর পরীক্ষা দেন। 

একটি সাক্ষাতকারে মনির খান বলেন, ‘‘অ্যালবাম প্রকাশ করার জন্য বাবাকে বললাম, বাবা আমাকে কিছু টাকা না দিলে আমার পক্ষে অ্যালবাম করা সম্ভব না। সেকথা শুনে বাবা আমাকে ৪০ হাজার  টাকা দিলেন। সেই টাকা ব্যাংকে রাখলাম। মিল্টন খন্দকারের কাছে যখন কণ্ঠস্বর পরীক্ষা দিলাম উনি জানালেন, অ্যালবামে আমাকে গাওয়ার সুযোগ দেবেন। কিন্তু তোমার ভেতর যে ত্রুটিগুলো আছে, সেগুলো ঠিকঠাক করতে বেশ সময় প্রয়োজন। প্রায় তিন, চার বছর সময় লাগবে। তাল, লয়, সুরের দখল, এবং গায়কিতে যেসব ঘাটতি আছে সেগুলো সারিয়ে তুলতে সময় লাগবে। বললাম যে পারবো। অ্যালবামের জন্য ১২ গান ঠিক করা হলো।’’

এই ১২টি গান ঠিক ঠাকভাবে গাওয়ার জন্য প্রায় চার বছর রেওয়াজ করতে হয়েছে মনির খানকে। এক একটি গান গেয়ে মিল্টন খন্দকারকে শোনাতেন। ভুলগুলো নির্দিষ্ট করে গেয়ে শোনাতেন মিল্টন খন্দকার। সেই্ অংশটুকু টেপ রেকর্ডারে রেকর্ড করে নিয়ে দিনের পর দিন রেওয়াজন করতেন মনির খান। একটা পর্যায়ে মনির খান মিল্টন খন্দকারকে বলেন, ‘‘ বাবা আমাকে চল্লিশ হাজার টাকা দিয়েছেন, এই টাকাগুলো রাখেন। উনি শুনে বললেন যে, প্রথম শর্ত হচ্ছে টাকাগুলো তোমার বাবাকে ফেরত দিয়ে আসতে হবে। তোমরা অনেক ভাইবোন, তোমার বাবাকে অনেক কষ্ট করে সংসার চালাতে হয়। আমি শিউর যে উনি কোনো জায়গা থেকে টাকা লোন করে তোমাকে দিয়েছেন। টাকা ফেরত দেবে এবং আমাকে নিশ্চিত করে জানাবে।’’

মনির খান আরও বলেন, ‘‘আমি টাকাগুলো বাবাকে ফেরত দিলাম। এবং বাবাকে বললাম একটা চিঠি লিখে দিতে। তখন বাবা খুব হতাশ হয়ে বললেন, তোমার ক্যাসেটটি হয়তো আর হবে না। এই যুগের মানুষ টাকা ছাড়া কোনো কাজ করবে এটা হতে পারে না। আর তুমি নতুন মানুষ তাহলে টাকা ছাড়া কেন অ্যালবাম বের করবে? তোমাকে কোনোভাবে বিদায় জানিয়েছেন, অ্যালবামটি আর হবে না। তারপরেও বাবা একটি চিঠি লিখে দিলেন। তিনি লিখলেন, মিল্টন বাবাজি চল্লিশ হাজার টাকা আমি আমার ছেলের কাছ থেকে ফেরত পেয়েছি। তবে আমি সন্দিহান আদৌ আমার ছেলের অ্যালবামটি হবে কিনা। যদি অ্যালবামটি হয় তাহলে আমি বুঝবো পৃথিবীতে এখনও সঠিক, সত্য এবং ন্যায়বান মানুষ আছে। ’’

উল্লেখ্য, মিল্টন খন্দকারের কাছে তালিম নেওয়া শুরু করার চার বছর পরে প্রকাশ পায় মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’। এটি সারা দেশে ব্যাপক জনপ্রিয় হয়। মনির খানে মোট প্রকাশিত অ্যালবামের সংখ্যা চল্লিশটির বেশি। বাংলা সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তিন। তিন বার অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।